গ্রীষ্মের উষ্ণ দুপুর, তপ্ত বিকাল বা ক্লান্ত সন্ধ্যা সব সময়ের জন্যই একটি উপযুক্ত পানীয় হল…তরমুজ তরঙ্গ শরবত (Watermelon Cool Juice)। একটি সাধারন ও সহজ রেসিপিতে আপনজনদের দিন অসাধারন স্বাদের তৃপ্তি…।
তরমুজ তরঙ্গ শরবত!!! Watermelon Cool Juice
উপকরনঃ
- তরমুজের রস ১ গ্লাস
- চিনি ২ চা চামচ
- লেবুর রস আধা চা চামচ
- বরফ কুঁচি পরিমান মত
- ভ্যানিলা আইস ক্রিম ১ স্কুপ
প্রনালিঃ
তরমুজ কেটে বিচি ফেলে ছোট টুকরা করুন।
এখন চিনি ও লেবুর রস সহ ব্লেন্ডারে দিন। ছাকনি দিয়ে ছাকুন।
পরিবেশনের আগে বরফ কুঁচি ও ভ্যানিলা আইস ক্রিম ১ স্কুপ শরবতের উপরে দিন।
আরও পড়ুন
- এই গরমের ঠাণ্ডা ঠাণ্ডা রেসিপি- পর্ব ৪ ” মিল্কশেক ভ্যানিলা” (cool recipe – Milkshake Vanilla)!!!
- Maggi Vegetable Lemon Soup (ম্যাগি ভেজিটেবল লেমন স্যুপ)!!!
- এই গরমের ঠাণ্ডা ঠাণ্ডা রেসিপি- পর্ব ৩ “ফালুদা রেসিপি” (cool recipe- Faluda”)
- এই গরমের ঠাণ্ডা ঠাণ্ডা রেসিপি- পর্ব ২ “কুলফি আইসক্রিম” (Ice cream Recipe “Kulfi”)